নয়াদিল্লি: কয়েকদিন আগেই পিঠের চোটের জেরে যশপ্রীত বুমরার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছিটকে যাওয়ার কথা জানানো হয় বিসিসিআইয়ের তরফে। ভারতীয় বোর্ড তাঁর পরিবর্তে এখনও কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি। তবে বৃহস্পতিবারই মহম্মদ শামি, শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁদের মধ্যে থেকে একজনকেই সম্ভবত বুমরার বদলি হিসাবে ভারতীয় দলে দেখা যাবে। তবে কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আক্রমের (Wasim Akram) পছন্দ কিন্তু ভিন্ন। তিনি এই ত্রয়ীর মধ্যে নয়, বরং সম্পূর্ণ ভিন্ন তারকাকে বুমরার বদলি হিসাবে বিশ্বকাপে দেখতে চান।
বুমরার বদলি
কে সেই ফাস্ট বোলার? তিনি আর কেউ নন উমরান মালিক (Umran Malik)। জম্মু-কাশ্মীরের তরুণ ফাস্ট বোলারের ভারতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়ে সওয়াল করে আক্রম বলেন, ‘উমরান মালিক দ্রুত গতিতে বল করে। ভারতীয় দল ওকে আর্য়াল্যান্ডে নিয়ে গিয়েছিল যেখানে ও প্রচুর রান খরচ করে। টি-টোয়েন্টিতে এমনটা হয়েই থাকে। ওকে আরও সুযোগ দেওয়ার দরকার। আমি যদি ভারতীয় দলের ম্যানেজমেন্টে থাকতাম, তাহলে সবসময় ওকে দলে রাখতাম। ও যত ম্য়াচ খেলবে, ততই আরও পরিপক্ক হয়ে উঠবে। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞতাটা ভীষণই জরুরি।’
নেট বোলার
উমরান ভারতীয় দলে সুযোগ পাননি। বরং কুলদীপ সেনের সঙ্গে তাঁকে নেট বোলার হিসাবেই অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার কথা। তবে ভিসা সমস্যার জেরে এখনও অজিভূমে পৌঁছতে পারেনননি উমরান। ২২ বছর বয়সি এই ফাস্ট বোলারের তাই মূল ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ভীষণই কম। অনেক বিশেষজ্ঞই মনে করেন ভারতীয় দলে নিয়মিত সুযোগ পেতে হলে, উমরানকে আরও ধারাবাহিক হতে হবে। তবে সেই তত্ত্বে বিশ্বাসী নন আক্রম। তাঁর মতে টি-টোয়েন্টি ফর্ম্যাট বোলারদের জন্য একেবারেই আদর্শ নয়।
‘দুর্ভাগ্যবশত টি-টোয়েন্টি ফর্ম্যাটটা বোলারদের জন্য নয়। এই ফর্ম্য়াটটা বেশ রোমাঞ্চকর এবং সেই কারণেই গোটা বিশ্বে টি-টোয়েন্টি এত রমরমা। বোলারদের বোঝা দরকার যে এই ফর্ম্যাটে মাঝেমধ্যেই ওদের এমন দিন যাবে যেখানে ওরা অনেক রান খরচ করবে। পাটা পিচে তো আর কিছু করার থাকে না। দুবাইয়ে শুরুর দিকে পিচে বোলারদের জন্য় সাহায্য থাকত। তারপর ধীরে ধীরে ওতে খেলা হলে তা ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। আমার মতে এই ফর্ম্যাটে ভবিষ্যতে এমন ধরনের পিচই আরও বেশি করে তৈরি করার প্রয়োজন।’ মত ওয়াসিম আক্রমের।
আরও পড়ুন: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই রেকর্ডগুলি ভাঙতে পারেন বিরাট কোহলি