“নারদা কেসে আজ PMLA কোর্টে হাজিরার দিন ছিল। এদিন হাজিরা দিতে দেরি করায় বিচারপতি শুভেন্দু সাহার ভৎর্সনার মুখে পড়েন পুর ও নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র।
আজ PMLA কোর্টে নির্ধারিত সময়ে না আসার জন্য ২ তৃণমূল নেতাকে বিচারক মহাশয় বলেন যে,
আপনারা কত বড় ভিআইপি হয়েছেন যে,
আদালতের নির্ধারিত সময়ে আসেন না?
সময়ে না আসলে কিভাবে তুলে আনতে হয় তা জানা আছে বলে তীব্র ভৎসনা করেন।
প্রসঙ্গত ২০২১ সালে তৃতীয়বারের জন্য এরাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর নারদ মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন মন্ত্রী ফিরহাদ হাকিম,প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়,বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। CBI রীতিমতো তাদের বাড়িতে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করে। দলের নেতাদের গ্রেফতারির পর তাদের পাশে দাঁড়াতে নিজাম্ প্যালেসে এসে হাজির হন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের আইনজীবী সেলের নেতারা। মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকার সবরকম আশ্বাস দেন। নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মী সমর্থকরাও বিক্ষোভ দেখিয়েছিলেন। যার ফলে ওই সময়ে রাজ্য রাজনিতি উত্তাল হয়ে উঠেছিল।
সেই নারদা কেসের আজশুনানি ছিল।
আর এই শুনানিতে এদিন দেরিতে হাজিরা দেওয়ায় কার্যত ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।”
সঠিক সময়ে আদালতে হাজির না হলে কিভাবে তুলে আনতে হয় তা জানা আছে ফিরহাদ ও মদন মিত্রর উদ্দেশ্যে বললেন- বিচারপতি
- The TV Live
- Post Views: 227