November 23, 2024 12:53 pm

পশ্চিম মেদিনীপুর দিলীপ ঘোষ কঠোরভাবে জবাব দিলেন, যখন টিএমসি কর্মীরা বেলদায় ফিরে যান স্লোগান তুলেছিল

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: বেলদায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রাতর্ভ্রমণে বেরোনোর পরই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

দিলীপকে গো ব্যাক 
বেলদায় যে গেস্ট হাউসে রয়েছেন দিলীপ, তার সামনেও চলে বিক্ষোভ। ১০০ দিনের কাজের টাকা কেন রাজ্য পাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। পাল্টা হুঙ্কার দেন দিলীপ ঘোষও।  

 ‘ বুকে পা তুলে দেব ‘
সাংসদ দিলীপ ঘোষ বলেন, সকাল সকাল চোরেদের মুখ দেখতে হল আমায় ! এরপর তাঁর মুখ থেকে শোনা যায় , ‘ বুকে পা তুলে দেব ‘ ! দিলীপের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়ায়। 

১০০ দিনের কাজের টাকা নিয়ে অভিযোগ কী   
১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, এমন অভিযোগ এই আগে বারবার আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। বিভিন্ন প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ তুলে মোদি সরকারকে বিভিন্ন সময় নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজ থেকে বাংলা আবাস যোজনা, বিভিন্ন প্রকল্পে, মোদি সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না বলে, সম্প্রতি বারবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ছ’মাস ধরে, বন্ধ করে দেওয়া হয়েছে UGC’র টাকাও ! এমন অভিযোগ করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।  এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন একাধিকবার, ‘বাংলার ঘর তৈরি করার পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে… দিল্লি টাকা না দিলেও বুদ্ধি করে রাজ্য সরকার ঠিক কাজগুলি চালিয়ে যাচ্ছে। ‘

এই অভিযোগকে সামনে রেখেই বেলদার তৃণমূল কর্মীরা এদিন সাংসদ দিলীপ ঘোষের সামনে স্লোগান তোলেন। আর তাতেই চটে যান দিলীপ। 

এছাড়াও  বউবাজারে মেট্রোরেলের কাজ চলাকালীন ফের বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়া নিয়েও প্রশ্ন করা হয় দিলীপকে। তিনি সোজাসুজি বলে দেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোর রুট ঘুরিয়ে দেওয়ার কারণেই এই সব হচ্ছে। ‘

বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য শুক্রবার ভোরে মদন দত্ত লেনে কয়েকটি বাড়িতে ফাটল ধরা পড়ে।  দিলীপের অভিযোগ, রাজনীতির স্বার্থে ঘোরানো হয়েছে মেট্রোর রুট। 

 

         

]

Source link

The TV Live
Author: The TV Live

Leave a Comment